নিজস্ব প্রতিনিধি:
কোভিড-১৯ সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুৃল, কলেজ মাদ্রসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠানের তালা খুলছে আজ।
শিক্ষা মন্ত্রণালয়ের সুনিদিষ্ট নির্দেশনা দিয়ে চালু হয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে এসেছে স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা গিয়েছে তাদের প্রাণের প্রতিষ্ঠানে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন করেছে তারা ক্লাস।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ার প্রথম দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুৃল জলিল, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন প্রমুখ।