নিজস্ব প্রতিনিধি:
করোনা মহামারীতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৩৩৩ নম্বরে ফোন করে আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নির্দেশনায় উপজেলা পরিষদ চত্ত্বরে ১২০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,চিনি, ভোজ্য তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান প্রমুখ।
M A /Bijoynagar TV