সরাইল সংবাদদাতা:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
বুধবার(২৯ সেপ্টেম্বর) সন্ধার পর ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নগঞ্জের আড়াইহাজার এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এমপিকে বহনকারী গাড়ীটির সামনের অংশ দুর্ঘটনায় দুমড়ে মুছরে গেলেও অক্ষত আছেন এমপি শিউলি আজাদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেড়িফাইড আইডিতে শিউলি আজাদ এমপি লিখেন, “আল্লাহ্র অশেষ মেহেরবানিতে ও আপনাদের দোয়াই অল্পের জন্য বেছে গিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন..।”
এ ব্যপারে এমপি শিউলি আজাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে দুর্ঘনার সত্যতা নিশ্চিৎ করে তিনি সকলের দোয়া কামনা করেছেন।
অনলাইন সংস্করণ