বিজয়নগরে নবাগত  ইউএনও’কে শিক্ষক সমিতির সংবর্ধনা

0
670

বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)  দুপুর ২ টায় বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে, সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান,বিজয়নগর উপজেলা প্রেসক্লাব আহবায়ক এস এম কামরুল হাসান শান্ত,বিজয়নগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ হালিমা আক্তার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক সদস্য, সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী বিভিন্ন ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনলাইন সংস্করণ