আখাউড়া থেকে আল আমিন
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর এলাকায় বরকত উল্লাহ সুজন(১৮) নামে এক মাদ্রাসা ছাত্র তার বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন আখাউড়া থানা পুলিশ।
মৃত সুজন অত্র এলাকার ইমাম হোসেন বাবুলের ছেলে। সে স্হানীয় টনকি মাদ্রাসার আলীম বিভাগের অধ্যায়নরত ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সে রাত ১০ টায় খাবার খেয়ে তার নিজ কক্ষে ঘুৃমাতে যান। প্রতিদিন সে ফজর নামজ আদায় করেন।আজ সকাল ৭ টা তার কক্ষের দরজা না খুলায় তার ভাবি ডাকাডাকি করেন,দরজা না খুলায় সন্দেহ হলে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় ফাঁসিতে ঝুলছে তার মরদেহ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরিবার বা অন্য কারোর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে আসল ঘটনা জানা যাবে।
অনলাইন সংস্করণ