বুল্লা প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সফলতা তৃতীয় বছরে পর্দাপন

0
606

আর্ত মানবতার সেবার লক্ষ্যে গড়ে ওঠা বুল্লা প্রবাসী মানব কল্যাণ সংগঠন।
এটি একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন,
সফলতার তৃতীয় বর্ষে পদার্পণ
বুল্লা প্রবাসী মানব কল্যান সংগঠন।

এই সংগঠন টি দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পেরিয়ে ৩য় বছরে পা রাখতে যাচ্ছে

যে সংগঠনটি শুধুমাত্র কাজ করবে মানবতার স্বার্থে।

এই সংগঠনের মূলনীতি :-
যে কোন সংগঠনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মূলনীতি। এই মূলনীতি ছাড়া কোন সংগঠন সঠিক ভাবে চলতে পারে না। আমাদের এই সংগঠনটিরও কিছু মূলনীতি রয়েছে, যা নিম্নরূপ :

• ব্যক্তিগত স্বার্থের বাইরে নিজেকে মানবতার সেবায় উৎসর্গ করা।
• যতটা সম্ভব অসহায় মানুষদের সহায়তা করা।
• সংগঠনের উপলক্ষ তথা সাংগঠনিক কার্যক্রম সর্বদা চালু রাখা।
• সমস্ত নিয়মাবলী মেনে সর্বত্র এ সংগঠনটির পরিধি বিস্তার করা।
• দাতা এবং গ্রহীতার মধ্যে একটি বিশ্বস্ত প্লাটফর্ম হিসাবে গড়ে ওঠা।

আমাদের চারপাশে অনেক দুস্থ অসহায় এবং গৃহহীন মানুষ রয়েছে। আমাদের খানিকটা সহায়তাই পারে এই মানুষগুলোকে ভালো রাখতে এবং তাদের বেঁচে থাকার জন্য একটু আশার আলো জ্বেলে দিতে।
এক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় গৃহহীন ভাসমান মানুষদের সর্বাত্মক সহযোগিতা এবং তাদের পূনর্বাসনের যথাসাধ্য চেষ্টা করছি। না খেয়ে থাকা মানুষদের জন্য খাদ্য সংস্থানের ব্যবস্থা করেছি।

অনেক গরীব দুঃখী মানুষ আছে যারা অর্থের অভাবে সঠিক স্বাস্থ্য সেবা পায় না, অনেক অসহায় মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা না করাতে পেরে বড় ধরনের দুর্ঘটনার শিকার হন। আমরা সে সকল মানুষদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি।

• আর্থিক এবং বস্তুগত সহায়তা :-
আর্থিক সহায়তার মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে অর্থ সহায়তা দিয়েছি। যেমন: পড়াশোনার খরচ/চিকিৎসার খরচ/বস্ত্র বিতরণ/ শীত বস্ত্র বিতরণ ইত্যাদি।
এছাড়াও বিশেষ বিশেষ দিন গুলোতে গরীব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি।