মুহাম্মদ মহসিন আলী
২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছিল মোট ৫৩৮ জন প্রার্থী। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ৭৫ জনের মধ্যে বাছাই কালে ২ জন বাতিল, সাধারণ সদস্য পদে ৩৫৬ জনের মধ্যে বাছাই কালে ৫ জন বাতিল ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ১৯জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। বুধন্তী ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ জিতু মিয়া ও রানা।পাহাড়পুর ইউনিয়নের মোঃ তৈয়ব আলী। বিষ্ণুপুর ইউনিয়নের ম প স তাবরীজ সরকার,হাবিবুর রহমান,মোঃ আশরাফুল ইসলাম সুমন। চান্দুরা ইউনিয়নের মোছাঃ তাছমিন আক্তার। ইছাপুরা ইউনিয়নের মোঃ সুজন মিয়া,মোঃ রেজাউল হক রিপন। চম্পকনগর ইউনিয়নের মোঃ আব্দুল খালেক, মোঃ আমির খান, আবু সাঈদ, পরিমল দাস। পত্তন ইউনিয়নের হৃদয় আহাম্মদ জালাল, মোঃ সিরাজুল ইসলাম।চর ইসলামপুর ইউনিয়নের সাচ্চু মিয়া,মোঃ সাদ্দাম হোসেন,আব্দুল মতিন ও মনিরুজ্জামান। হরষপুর ও সিংগারবিল ইউনিয়ন থেকে কোন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।
সাধারণ সদস্য পদে ১৪ জন মমোনয়ন প্রত্যাহার করেন। বুধন্তী ইউনিয়নে ১জন।চম্পকনগর ইউনিয়নে ৩ জন। পাহাড়পুর ইউনিয়নে ২ জন। সিংগারবিল ইউনিয়নে ১ জন। বিষ্ণুপুর ইউনিয়নে ১ জন। পত্তন ইউনিয়নে ৩ জন। চর ইসলামপুর ইউনিয়নে ৩ জন সাধারণ সদস্য সহ একজন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়ন প্রত্যাহার করেন।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়ে ২৬ ডিসেম্বর ১০ ইউনিয়নে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
অনলাইন সংস্করণ: এম এ/ বি এন