বিজয়নগরে প্রতিক বরাদ্দের পর আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি

0
596

মুহাম্মদ মহসিন আলী

শীতের শুরুতে বৃষ্টিস্নাত বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে বিজয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দের দিনে, উপজেলা চত্বরে নির্বাচনী আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রার্থীরা সমর্থকদের নিয়ে জনসমাগম করে আনন্দ উৎসব করেছে।

মঙ্গলবার ৭ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা ভবনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা নির্বাচনে স্বস্ব প্রতীক গ্রহন করে।
প্রতীক গ্রহণের পর প্রার্থীরা তাদের সমর্থকদের বহর নিয়ে উপজেলা এলাকায় শোডাউন করে নিজ নিজ এলাকায় ফিরে যেতে দেখা গেছে।

বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে
বুধন্তী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ইফতেখারুল ইসলাম শামীম (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন খাঁন (আনারস),উপজেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক মোঃ মোবারক হোসেন (টেলিফোন),আওয়ামীলীগ নেতা মোঃ হাফিজুল ইসলাম খাঁন (মোটরসাইকেল), কাজী সাইয়িদুল ইসলাম (চশমা), মোঃ মাহাবুব আলম(ঘোড়া), মোঃ মফিজুল ইসলাম (অটোরিকশা) প্রতিক পেয়েছে।

চান্দুরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত এ এম শামিউল হক চৌধুরী (নৌকা) , স্বতন্ত্র প্রার্থী কাজী ফায়েজ (অটোরিকশা) , মোঃ আহসান ইমাম চৌধুরী (চশমা), মোঃ নুরুল হক নিয়াজ ( দুটি পাতা), বাংলাদেশে ওয়াকার্স পার্টির সঞ্জয় রায় পোদ্দার মন্ত (হাতুড়ি), মোঃ বাবুল মিয়া (ঘোড়া), মোঃ মারফত আলী মেম্বার (আনারস), আব্দুল খালেক (টেলিফোন), আবজাল হোসেন (মোটরসাইকেল) প্রতিক পেয়েছে।

চর ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ দানা মিয়া ভূঁইয়া (নৌকা) স্বতন্ত্রপ্রার্থী যুবলীগ এডঃ মোঃ সানাউল্লাহ (ঘোড়া), মোঃ ফেরদৌস মিয়া (আনারস) পেয়েছে।

হরষপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মোঃ সারোয়ার রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান (আনারস), উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক রাজিব চন্দ্র বণিক (ঘোরা), বিএনপি নেতা রাষ্ট্র মিয়া (চশমা) প্রতিক পেয়েছে।

পাহাড়পুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আবুল কালাম (নৌকা), জাতিয় পার্টির আব্দুল কাদির (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এম অলি আহাম্মদ (ঘোড়া),মোঃ জসিম উদ্দিন মলাই (আনারস), মোঃ নাজমুল হক ভূঁইয়া (মোটরসাইকেল) ,শাহীন আলম (চশমা) প্রতিক পেয়েছে।

ইছাপুরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত  মোঃ নুরুল আমিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন (ঘোড়া), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জিয়াউল হক বকুল (আনারস) প্রতিক পেয়েছে।

চম্পকনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ হামিদুল হক হামদু (নৌকা),জাতীয় পার্টির মোঃ বিল্লাল আহাম্মদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম (অটোরিকশা), ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী ভূঁইয়া (টেলিফোন), মোছাঃ সোহেদা আক্তার (ঢোল),আনোয়ার হোসেন (মোটরসাইকেল),আনোয়ার হোসেন চৌধুরী (দুই পাতা), জাকির হোসেন (টেলিফোন), আক্তার হোসেন (আনারস),ফারুকুল হাসান (চশমা), সোলেমান হাসান ভূঁইয়া (ঘোড়া) প্রতিক পেয়েছে।

পত্তন ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত  মোঃ কামরুজ্জামান রতন,(নৌকা) জাসাদ এর মনোনীত আব্দুর রহমান ওমর (মর্শাল) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম (ঘোড়া),আওয়ামীলীগ নেতা মোঃ শামসুল আলম ভূইয়া (আনারস)প্রতিক পেয়েছে।

সিংগারবিল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মনিরুল ইসলাম (নৌকা), উপজেলা আওয়ামীলীগ নেতা স্বতন্ত্রপ্রার্থী আল আমিন ভূঁইয়া (চশমা), এডভোকেট ফজলুল হক আনারস প্রতীক বরাদ্দ পেয়েছে।

বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আল মামুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান  মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া (চশমা),মোঃ জসিম উদ্দিন (আনারস),মোঃ শরিফ মিয়া (ঘোড়া) প্রতিক পেয়েছে।

উল্লেখ ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ৪র্থ দফার ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৪৯৭ জন প্রার্থী লড়াই করবে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

অনলাইন সংস্করণ: এম এ/বি এন টিভি