বিজয়নগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে জড়িমানা আদায়

0
964

[]মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া–

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোবাইল কোর্ট এর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ১৭ টি মামলায় ১,০৪,৫০০/- (এক লক্ষ চার হাজার পাঁচশত টাকা) অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে।

১২ ডিসেম্বর রবিবার বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে গঠিত মোবাইল কোর্ট পরিচালনাকারী টিম উক্ত ভ্রাম্যমাণ আদালত সমূহ পরিচালনা করেন। এতে বিজয়নগর থানার পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করেন।

এসময় ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় বিজয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন উপহার দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রার্থীদের বিনীত অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফার উদ্দিন আহম্মদ বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধ রোধে নিয়মিত জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত মোবাইল কোর্ট পরিচালনা টিম মাঠে কাজ করবে”।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ৪র্থ দফার ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৪৯৭ জন প্রার্থী লড়াই করবে। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনলাইন সংস্করণ: বি এন/এম এ