বিজয়নগরে পোলিং এজেন্ট কে ৩ মাসের কারাদণ্ড

0
799

মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পোলিং এজেন্টকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে।

২৬ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন কালে একটি মোবাইল ও নগদ ৩০ হাজার টাকা সহ উপজেলার পত্তন ইউপির আদমপুর গ্রামের হাজী রাসু মিয়ার ছেলে মহসিন মিয়া কে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল হক।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক বলেন, নির্বাচনী আচরণবিধির ৩০ ভঙ্গ করে সাথে মোবাইল রাখার দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোটারদের দেয়ার জন্য তার সাথে থাকা ত্রিশ হাজার টাকা জব্দ করা হয়েছে। টাকা গুলো সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

অনলাইন সংস্করণ: এম এ/বি এন