প্রয়োজন আর প্রিয়জন

0
563

আমি আছি নিভৃত এক জল মানব হয়ে।
কোটি বছর তপস্যা করে কি হবে?
ভালবাসা আর ভাল লাগা হয় যদি
সময় সুযোগে বদলে যাওয়ার নাম!
এক ঝুরি কষ্ট নিয়ে বেশ আছি।

পথের সাথে যখন পথের দেখা হয়
মন খুলে শত জনমের কথা বলাবলি করে।
ভাবছি,
তোমার সাথে একদিন আমারও
দেখা হবে, কথা হবে।
জীবন থেমে না থাকার চিরন্তন এক সত্যের নাম।

পাখীর সুর শুনলে এখন আর খারাপ লাগেনা,
নদীর পানিতে নেমে গোসল করা ছেড়ে দিয়েছি।
নগ্ন পায়ে হেঠে চলা এখন আর হয়না,
সবুজ ঘাসে বসা ভুলে গেছি প্রায়।
ভাবছি এই শীতে কোথাও বেড়াতে যাব,
খরচের টাকাটা জোগাড়ের অপেক্ষায় আছি।

ভাল আছ জেনে খুশি হলাম
অনেক ভাল থাক শুভ কামনা সতত।

মুহাম্মদ মহসিন আলী
৫ জানুয়ারি ২০২২
কালনী এক্সপ্রেস