ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেয়েটিঃ তার পরিবারের সন্ধান প্রয়োজন

0
4748

বিজয়নগরের চান্দুরা এলাকার সৌদিআরব প্রবাসী মৃত রাজিয়ার পরিবারের সন্ধান প্রয়োজন।

বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির রামপুর এলাকার রাজিয়া আক্তার নামের মেয়েটি সৌদিআরব মারা যায়। রাজিয়ার পরিবার জরুরী ভাবে সৌদিআরব এ অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগ করা প্রয়োজন।
তার পিতার নাম চান মিয়া। স্বামী সাচ্চু মিয়া হাবলা উচ্চ সুলতান পুর ব্রাহ্মণবাড়িয়া। তার ব্যবহৃত পাসপোর্ট নাম্বার BX0538101

সৌদিআরব এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস এর দাম্মাম এলাকার শ্রম উয়িং ফয়সাল আহাম্মেদ জানান, রাজিয়া আক্তার সৌদিআরব প্রবাসী গত ১৮ ডিসেম্বর সৌদি আরবের পূর্বাঞ্চলের ক্বাতিফ শহরে সে মারা যায়। মৃতদেহ দেশে প্রেরণ বা স্থানীয়ভাবে দাফনের জন্য পরিবারের মতামত প্রয়োজন। তার পাসপোর্ট, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ও কন্ট্রাক্ট পেপারে থাকা দেশের ৪টি মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে মোবাইল নাম্বার ব্যবহার কারীরা বলেন তারা এই মৃত ব্যক্তিকে চিনেন না।

তিনি আরও বলেন, রাজিয়া আক্তারের স্বজনদের বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর শ্রমকল্যাণ উইং এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

যোগাযোগঃ
ডেথ এফেয়ারস ডেস্কঃ 00966570212180
অথবা
দাম্মামস্থ দুতাবাস প্রতিনিধিঃ 00966568301414