বিজয়নগরে না ফেরার জগতে চলে গেলেন বিল্লাল স্যার

0
565

মুহাম্মদ মহসিন আলী. বিজয়নগর——-

না ফেরার জগতে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালাউদ্দীন মো. বিল্লাল।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
তিনি আশির দশকে এলাকার যুব সমাজ সংঘটিত করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন নুরপুর পোষ্ট অফিসে পোষ্ট মাষ্টার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি উপজেলার চম্পকনগর ইউপির গেরারগাও এলাকার বাসিন্দা। সংসার জীবনে তিন ছেলে দুই মেয়ের জনক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। ১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধা ৬.৩০ মিনিটে অসুস্থ হওয়ার পর মাথায় পানি ঢেলে কোন উন্নতি না দেখে স্বজনরা নিকটস্থ বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার যোহর নামাজের পর চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

অনলাইন সংস্করণ: এম এ