বাপ্পী চৌধুরী (স্টাফ রিপোর্টার) : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঐতিহ্যবাহী ভিটিদাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে সকল ছাত্র-ছাত্রী ও সর্ব সাধারণের প্রয়োজনে- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদের স্মৃতির স্মরণে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব জসিম উদ্দিন এর উদ্যোগে এবং বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন ও ভিটিদাউদপুর গ্রামের কৃতি সন্তান,সৌদি আরবের বিশিষ্ট ও সফল ব্যবসায়ী
মোঃজালাল উদ্দিন এর সম্মিলিত অর্থায়নে শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছে।
দিগন্ত যুব সংঘের সাধারণ সম্পাদক জনাব সেলিম মৃধার উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো শামসুল ইসলাম, উদ্বোধক বিজয়নগর প্রেসক্লাব এর সভাপতি ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী লিটন,বিশেষ অতিথি ছিলেন –
বিজয়নগর উপজেলা ছাএলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন, উপজেলা ছাএলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম হানিফ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শ্রী বিধান ঠাকুর,সাবেক উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার দবির আহমেদ ভূইয়া, বিজয়নগর উপজেলার মুক্তিযোদ্ধা মঞ্চের সাবেক আহব্বায়ক জনাব রমজান হোসাইন শাকীল, দিগন্ত যুব সংঘের সভাপতি জনাব আবদুল লতিফ, হাফিজুল ইসলাম মাষ্টার, হাজী জাহের মিয়া,জিতু সরকার প্রমুখ সহ অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।