বিশেষ প্রতিনিধি প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ওসমান গনি-(২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত মঙ্গলবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান গনি সিঙ্গারবিল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বুধবার দুপুরে ভৈরব র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী ওসমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশী করে তার কাছ থেকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায় ওসমান গনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো।
#
ছবি সংযুক্তঃ- মাদক ব্যবসায়ী ওসমান গনি।