ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্র ইকরাম নিহত হয়।
নিহত ইকরাম উপজেলার পাহাড়পুর ইউপির শান্তিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার ২১ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় ইকরাম আউলিয়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ীর দিকে রওয়ানা হয়। পথিমধ্যে রাজবাড়ী মসজিদের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নবম শ্রেণীর ছাত্র ইকরাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ইকরামের মৃত্যুর খবরে এলাকায় নেমেছে শোকের ছায়া।