“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবে ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২ মার্চ) বিজয়নগর উপজেলা প্রাঙ্গণে র্যালীর এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়।
র্যালী শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহাম্মেদ। বিজয়নগর উপজেলার নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম এর স্বাগত বক্তৃব্যে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার সাব্বির আহমেদ, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সৈয়দা নাখলু আক্তার, বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার,বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত সহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।