বিজয়নগরে পালিত হল ঐতিহাসিক ৭ই মার্চ

0
303

মুহাম্মদ মহসিন আলী

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ভবন আলোকসজ্জা, বঙ্গবন্ধু র প্রতিকৃতি তে পুস্পঅর্পণ, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিনটি কে যথাযথ ভাবে পালন করা হয়েছে।

৭ই মার্চ ২২ সোমবার সকালে উপজেলা প্রশাসনের সামনে নির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পঅর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
১০ টায় উপস্থিত সবাই ভিডিও কনর্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর আলোচনা সভায় অংশগ্রহন করেন। সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালী বের করা হয়।
র্যালী শেষে নবনির্মিত উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় এর সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রুপকার ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান,উপজেলা কৃষি অফিসার মোঃ শাব্বির আহমেদ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অবঃ সার্জন দবির আহাম্মেদ ভূইয়া,ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল খাঁন প্রমুখ।