মুহাম্মদ মহসিন আলী, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া:– “১৯৪৭ সালে ভারত ভাগের পরে পূর্ব পাকিস্তানের আমরা হিন্দুদের সংখ্যা ছিল ৩৭%, মুক্তিযুদ্ধের সময় সেটা ২১/২২ % নেমে আসে বর্তমানে সেটা ৯% এসে দাঁড়িয়েছে। আগামী ৫০ বছর পরে সেটা এমন অবস্থানে দাঁড়াবে হিন্দুদের দেখতে জাদুঘরে দৌড়াতে হবে” বলে মন্তব্য করেন বাংলাদেশে পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ শাহা মণি।
তিনি আরো বলেন,”আমাদের দুর্বল মানুষিকতা পরিহার করে শিক্ষা, ঐক্য, সম্প্রীতিতে আরো এগিয়ে যেতে হবে। আমরা নিজের অধিকার নিজেরা আদায় করার মানুষিকতা তৈরি করতে হবে”।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিরাপদে নিজের ধর্ম পালন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ মার্চ বেলা ১১টায় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির সাতঁগাও বুদ্ধিকান্ত চৌধুরী বাড়ীর দূর্গা মন্দির প্রাঙ্গণে বিজয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী মতিলাল সরকার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চৌধুরী বিষু চন্দ্র দেব এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি, শ্রী জে এল ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী সোমেন রঞ্জন রায়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সাহা মনি, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক শ্রী মতিলাল রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রী সন্তোষ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব
চন্দ্র সাহা (বাপ্পি) প্রমুখ।
আলোচনা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী জে এল ভৌমিক, অশোক কুমার ভৌমিক কে সভাপতি ও কার্তিক চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দু বছরের জন্য কমিটি ঘোষণা করেন।