কারাগারে এলএলবি পরিক্ষায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা মাহাবুব হোসেন

0
349

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এলএলবি প্রথম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহাবুব হোসেন।

ছাত্রলীগ নেতা এস এম মাহাবুব হোসেনের বোন রোজিনা বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়ার বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে এলএলবি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান মাহাবুব হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়ার বরাবর আবেদনে জানা যায়, নারী ও শিশু মামলা নং ২১৭/২০ ইং মামলায় বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক অবস্থায় রয়েছে।সে জাতীয় বিদ্যালয় এর অন্তর্ভুক্ত এলএলবি প্রথম বর্ষের নিয়মিত ছাত্র।১৮/০৩/২০২২ ইং তারিখে তার নির্ধারিত পরিক্ষা অংশ্রহনের সুযোগ প্রদানের অনুমোদিত প্রার্থ্যনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেল সুপার মোঃ ইকবাল হোসেন জানান, গত ১৮ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক অবস্থায় মাহবুব হোসেন নামে একজন এলএলবি পক্ষিকায় অংশগ্রহন করেন।আমরা পরিক্ষা গ্রহনের যথাযথ ব্যবস্থা গ্রহন করি।