মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া
তৃণমূল আওয়ামীলীগ এর সাংগঠনিক ভীত শক্তিশালী করার অংশ হিসেবে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের উজান এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ মার্চ বিকাল ৫ টায় উপজেলার পত্তন ইউপির নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পত্তন ইউপির সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ইকবাল হোসেন। প্রধাণ বক্তা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিরধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন প্রান্টুশ, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার। বিজয়নগর আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক রাসেল খান। ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান রতন,
উক্ত সম্মেলন এ আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম পত্তন ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মো.ইব্রাহিম সরকার ও স্হানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।