মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া
আহলান সাহলান মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষা করুন। দিনের বেলা পানাহার বন্ধ রাখুন। ব্যবসা করুন হালাল ভাবে। বছর ঘুরে এলো রমজান, এসো সবাই মিলে করি সম্মান। দিনেন বেলা খাবনা, খাবারের দোকান খুলবনা।
এই শ্লোগান নিয়ে শুক্রবার ১ লা এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাওয়াতুল হক্ব ঐক্য পরিষদ (চম্পকনগর ইউপি) র মাদরাসা মোড়ে সংঘটন এর নেতৃবৃন্দের অংশগ্রহণে পবিত্র রমজান মাস কে সামনে রেখে র্যালি বের করেন।
পবিত্র মাহে রমজান মাস কে সামনে রেখে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন,দাওয়াতুল হক্ব ঐক্য পরিষদ (চম্পকনগর ইউপির) উপদেষ্টা মাওলানা মনিরুল ইসলাম, জামিয়া রশিদিয়া চম্পকনগর এর মহা-পরিচালক মাওলানা আবদুল কুদ্দুস, জামাল পুর মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান, জামিয়া রশিদিয়ার নাজেমে তালিমাত মাওলানা শরীফ উদ্দিন,নিউ ল্যাব হাসপাতাল ও ডায়াগনস্টিক এর পরিচালক জমির খান, সদ্য সৌদিআরব ফেরত হাফেজ মাওলানা আবু আসাদ হোসাইন, চম্পকনগর দারুন নাজাত মহিলা মাদরাসার পরিচালন মুফতি ইসমাঈল হাফেজ আবু সাইদ সহ সংঘটনের নেতৃবৃন্দ সদস্য ও ধর্মপরায়ন জনসাধারণ।
এমএ বিএন