দেশ কর্মী ফাউন্ডেশন এর উদ্যোগে আজ ২৪ শে এপ্রিল রবিবার নয়াপল্টনে কালভার্ট রোডে ইফতারের আগ মুহূর্তে পথচারী এবং হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মুফতি আহমদ ইসলামাবাদী,সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, হাফেজ রবিউল ইসলাম যুগ্ম-আহ্বায়ক ঢাকা মহানগর প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ কর্মী ফাউন্ডেশন এর পরিচালক মাওলানা কে এম খায়রুল ইসলাম।
মুফতী রেদওয়ানুল বারী সিরাজী প্রধান অতিথির বক্তব্য বলেন, রমজান মাস সংযমের মাস, বেশি বেশি ইবাদত করলে আল্লাহতালা বেশি বেশি নেকি দান করবেন, বেশি বেশি দান করুন, এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান।