উপবৃত্তি বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়নগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
263

উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ-২০২২ বিজয়নগর উপজেলার কাজী শফিকুল ইসলাম কলেজের দৃষ্টিনন্দন অডিটোরিয়ামে ২৩ মে সোমবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উপবৃত্তি কর্মসূচীর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিজয়নগর উপজেলা ও আশুগঞ্জ উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকের মোট ১২০ জন প্রশিক্ষণ গ্রহন করেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

সহকারী মাধ্যমিক শিক্ষক অফিসার আল মামুন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিল মাধ্যমিক শিক্ষক আব্দুল জলিল, উপবৃত্তি কর্মসূচীর গবেষণা কর্মকর্তা প্রশিক্ষণের ট্রেইনার আব্দুল্লাহ আল মাহমুদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফেরদৌস মিয়া, ব্যবসায়ী বিভাগের প্রভাষক মোঃ আল আমিন, পূর্বাচল কলেজে অধ্যক্ষ কামরুল ইসলাম সোহাগ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত,দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী প্রমুখ