হরষপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষথেকে  চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান।

0
422



ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা হরষপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড হরষপুর গ্রামের কান ও গলার জঠিল অসুস্থতায় ভুগছেন এক হতদরিদ্র পরিবারের ছেলে, এই খবর পেয়ে তা‌ৎক্ষণীক হরষপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের কিছু সদস্যবৃন্দ খেয়া ঘাট বাজারে স্থানীয় প্রতিনিধি জনাব মাহমুদুল হাসান সুজনের কোচিং সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অসহায় ব্যক্তি কে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

  এই সময় উপস্থিত ছিলেন উত্ত সংগঠনের উপদেষ্টা জনাব আশিকুর রহমান ও উপদেষ্টা জনাব আব্দুর রহিম ও উপদেষ্টা জনাব নাজির আহমেদ ও উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম শাহ ও উপদেষ্টা জনাব তাহের ভুঁইয়া ও উপদেষ্টা জনাব আব্দুল আলীম ও সহ সাংগঠনিক সম্পাদক জনাব কাজী শাহ আলম ও সম্মানিত সদস্য জনাব আজগর আলী ও প্রধান প্রতিনিধি মাওঃ আনোয়ার হোসেন
এবং ১নং ওয়ার্ডের বিশিষ্ট ময়মুরুব্বীগন সহ প্রমুখ।

এ সময় সংগঠনের এক জন উপদেষ্টা বলেন
আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।  কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল ভাইদের যাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই অসহায় পরিবারের জন্য সামাণ্য কিছু অনুদান দিতে পেরেছি।
সংগঠের সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন!
আমরা আপনাদের কষ্টের টাকাকে বৃথা যেতে দেয়নি।

আপনাদের অনুদানের মাধ্যমে জায়গা করে নিয়েছেন এই গরীব ও অসহায় পরিবারের মনের গহীনে। দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুক।,,,