নুপুর শর্মা ও নবীন জিন্দালের শাস্তির দাবীতে বিজয়নগরে বিক্ষোভ মিছিল

0
349

মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর

ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউপির সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ১৬ জুন উপজেলার চম্পকনগর ফুরকানিয়া মাদরাসা মোড় থেকে হযরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যকারীদের শাস্তির দাবীতে তাওহিদী জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে চম্পকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ফুরকানিয়া মাদ্রাসা মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।

সমাবেশে বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল এর অশালীন ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।

মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, চম্পকনগর ইসলামিয়া হাফিজিয়া রশিদিয়া দারুল উলুম মাদরাসা’র পরিচালক হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস, চম্পকনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাহিদুল ইসলাম, বিজয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাসুদ মুজাহিদী, মুফতি জাহিদুল ইসলাম, হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ আবদুর রহমান, হাফেজ মাওলানা হুসাইন আহম্মেদ সহ এলাকার নবীন প্রবীন উলামায়ে কেরাম ও দ্বীনদার তৌহিদী জনতা দল মত নির্বিশেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ  নিয়েছেন।

এমএ/বিএনটি