নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

0
235

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে হিমেল মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটনা ঘটে।

হিমেল মিয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের জজ মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হিমেল দুর্গাপুরের বাহাদুরপুরে বেড়াতে এসেছিল। দুপুরে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে মারা যান।’