বিজয়নগর মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ১ হাজার পিছ ইয়াবাসহ আটক ১

0
211

বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে মো: লোকমান খাঁ (৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মারফত আলী এর ছেলে।

আজ ৮ আগস্ট সোমবার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজয়নগর থানা পুলিশ অংশগ্রহণ করেন।

উক্ত আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।