মাধবপুরে যুব দিবস পালিত

0
137

আবুল হোসেন সবুজ মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভা ও ঋনের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম,চেয়ারম্যান মীর খুর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।
সভা শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।