মাধবপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

0
150

আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে বর্ণঢ্য র‌্যালি শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কমিশনার ভূমি আলাউদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সরকারী বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের উদ্যেগে স্টল বসে। দিন ব্যাপি মেলার স্টলগুলোতে ডিজিটাল উদ্ভাবনী সেবা প্রদান শুরু হয়ে। এতে ভূমি, কৃষি, প্রাণী সম্পদ, প্রকৌশল ও দূর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেলায় মাধবপুর প্রেসক্লাবের স্টল থেকে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন তথ্য উপাত্ত সাধারন মানুষের মধ্যে প্রদান করেন।