মোঃ হাবিব
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোজাম্মেল হোসেন রেজা’র দিক-নির্দেশনায়, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো রাজু আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে এক সাঁড়াষি অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানাযায়, মঙ্গলবার ১৫ নভেম্বর বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), বিমল কর্মকার এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুস ছাত্তার সরকার, এসআই মোঃ সাইদুল হক, এসআই নাজমুল শাকিব সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায়, বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোঃ শাকিল হোসেন (২৫) কে আটক করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রাজু আহমেদ, গাঁজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ কেজি গাঁজা সহ গ্রেপ্তারকৃত শাকিল হোসেন এর বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। পাশাপাশি মাদক চোরাচালান রোধে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে, বিজয়নগর থানা পুলিশের এই অভিযান নিয়মিত চলবে।