কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি হায়েস গাড়ী তল্লাসী করে এর মধ্যে রক্ষিত অবস্থায় ৪৮ টি বান্ডেলে কসটেপ মোড়ানো ৯৯.৫ কেজি মাদকদ্রব্য গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (৪ ফেব্রুয়ারী ) দুপুর দেড়টায় উপজেলার ভৈরবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো: শহীদুল্লাহর নেতৃত্বে র্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের আভিযানিক দলের অভিযানে ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের পিছন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো:হাসান (৩০) কে মাদকসহ আটক করে।
র্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লিখিত বিবৃতিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।