কিশোরগঞ্জ ইটনা জেলের জালে ধরা পড়ল ১৩ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ

0
49

মোজাহিদ সরকার‌‌‌ ঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর ইউনিয়নের ধনু নদীতে ১৩ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে জেলে শফিকুল মিয়ার জালে। ব্যবসায়ী নিরঞ্জন পাল কচ্ছপের দাম হাঁকছেন ১৫ হাজার টাকা।

১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে সাড়ে ৪টায় ইটনা বাজারে কচ্ছপটি নিয়ে আসেন জেলে শফিকুল মিয়া। এসময় বিরল প্রজাতির এই কচ্ছপ দেখতে ভীড় করে হাজারো উৎসুক মানুষ। মাছ ব্যবসায়ীরা ‘খোলা ডাকে’ (দামের প্রতিযোগিতা) ১১ হাজার টাকায় কিনেন মাছ ব্যবসায়ী নিরঞ্জন পাল।

খোঁজ নিয়ে জানা যায়, ইটনা সদর ইউনিয়নের গাবতলী আলগাপাড়া গ্রামের ছাদু মিয়ার ছেলে জেলে শফিকুল মিয়া প্রতিদিনের মত নদীতে মাছ ধরতে যান। বিকেলে জাল উঠাতে গিয়ে দেখে বিশাল এই কচ্ছপ ধরা পড়েছে। পরে, তিনি বাজারে নিয়ে এলে বেচার জন্য মাছ ব্যবসায়ী নিরঞ্জন কিনে নেন।

এই বিষয়ে ব্যবসায়ী নিরঞ্জন পাল বলেন, বহুদিন ধরে এই কচ্ছপ দেখিনা। কচ্ছপটি বাজারে উঠলে আমি বেচার জন্য কিনেছি। আশা করি ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগে এই নদীতে কচ্ছপ দেখা যেতো কিন্তু দিনদিন এই প্রাণীটি হারিয়ে যাচ্ছে।