বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামের যুব সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় মাদকমুক্ত, দারিদ্র মুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার আলীনগর যুব কল্যাণ সংসদ গঠিত হয়।
উক্ত সংগঠন গঠনের পর থেকেই বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আলীনগর গ্রামের যুব সমাজের প্রচেষ্ঠায় মাদকমুক্ত, দারিদ্র মুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তারেই ধারাবাহিকতায় ১৭ মার্চ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনামূলক প্রীতি ফুটবল ম্যাচ।
উক্ত মাদক বিরোধী সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচে গ্রামের স্থানীয় দুইটি দল অংশগ্রহণ করেন। তাতে সবুজ ফুটবল একাদশকে লাল ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেন।
আলীনগর যুব কল্যাণ সংসদের সভাপতি ও বুধন্তী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাংবাদিক মোঃ জুয়েল ভূইয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এফতেহারুল ইসলাম শামীম মাস্টার, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সংগঠনের উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম মিলন, বিজয়নগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আকাশ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন খান সুমন খেলাটি সুন্দর ভাবে পরিচালনা করেন। খেলায় আলীনগর গ্রামসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েকশত মানুষের সমাগম ঘটে।