বিজয়নগরে ফেনসিডিল সহ নারী আটক

0
210

বিজয়নগর থানা এলাকায় মাদক উদ্ধারে তল্লাশি চালিয়ে, ফেনসিডিল সহ কুলসুম বেগম ( ৪০) নামের একজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারী উপজেলার চান্দুরা (ভেতর পাড়া) এলাকার আবদুল মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০)।

বিজয়নগর থানার এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার ২০ মার্চ সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে, যমুনা অটো রাইচ মেইলের সামনে থেকে তল্লাশি চালিয়ে, ১৫ বোতল ফেনসিডিল উদ্ধারের পাশাপাশি কুলসুম বেগম কে গ্রেফতার করা হয়। এস আই জিএম কাদের বাদী হয়ে, উপজেলার চান্দুরা ইউনিয়নের কালীসিমা ফকির বাড়ীর মৃত কিরন আলীর স্ত্রী রীনা বেগম (৪১) কে পলাতক আসামি করে, দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো রাজু আহমেদ, ফেনসিডিলসহ নারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলসুম বেগম সহ রীনা বেগমকে পলাতক আসামি করে, দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদক উদ্ধারে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।