ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ২৫ বিজিবির অভিযানে মাদক উদ্ধার

0
134

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ২৫ ব্যাটালিয়ন বিজিবি’র আওতাধীন সীমান্ত এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি। সরাইল ২৫ ব্যাটালিয়ন (বিজিবি’র) অধিনায়ক সৈয়দ লেঃ কর্ণেল আরমান আরিফ পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) গভীর রাতে সরাইল ব্যাটালিয়ন(২৫ বিজিবি) এর আওতাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ও হরষপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কাশিনগর, বিষ্ণপুর, রাজাপুর, সেজামোড়া, চাঁনপুর, নোয়াবাদী নামক স্থানে পৃথক পৃথক অভিযানে ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬ বোতল ভারতীয় মদ, ২২১ বোতল ইস্কফ এবং ৬৩ কেজি গাঁজা আটক করা হয়। আটককৃত মাদ্রকদ্রব্য সমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ২৫ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক সৈয়দ লেঃ আরমান আরিফ পিএসসি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিষয়ে শূন্য সহনশীলতানীতি অনুস্মরণ পূর্বক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, দেশের যুব সমাজ ও কোমলমতি ছাত্র/ছাত্রীদেরকে মাদকাশক্তির হাত হতে মুক্তির লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধ ও মাদকের কুফল এবং ভয়াবহতা সম্পর্কে যুব সমাজ ও সাধারণ জনগণকে সরাইল ব্যাটালিয়ন নিয়মিত প্রেষণা প্রদান করে আসছে।