ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক উদ্ধারে অভিযান চালিয়ে ১২০০ পিছ ইয়াবাসহ এক নারীকে আটক ও পৃথক আরেকটি অভিযানে ১৯৫ পিছ ইয়াবাসহ দু’যুবককে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ সঙ্গীয় এএসআই মোঃ ইউসুফ গাজী কে নিয়ে মাদক উদ্ধারে অভিযান চালিয়ে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া এলাকার মুকুন্দপুর রেলস্টেশনের পূর্বদিকে কাঁচা রাস্তার উপর থেকে এক নারীকে তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি জেলার আখাউড়া থানাধীন জাঙ্গাল গ্রামের আবদুর রহিমের স্ত্রী আসমা আক্তার (৩০) কে গ্রেপ্তার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে চম্পকনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. আবুল কালামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধারে অভিযান চালিয়ে বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণপুর ইউনিয়নের কালাছড়া এলাকার শামীম মিয়ার চা দোকানের পূর্ব পাশের কালাছড়া টু ইকরতলী গামী পাকা সড়কের উপর থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল আটক করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ মাদক সহ আসামি গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদক উদ্ধারে বিজয়নগর থানার এই অভিযান অব্যাহত থাকবে। মাদক দেশ ও সমাজের শত্রু। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।